SSC 2022 6th Week Chemistry Assignment | Dakhil 2022 6th Week Chemistry Assignment | এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট
SSC 2022 6th Week Chemistry Assignment.
Dakhil 2022 6th Week Chemistry Assignment. এসএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট।
"রাসায়নিক গুদাম থেকে প্রায়ই দুর্ঘটনার কথা শােনা যায়। এ
ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সংস্পর্শে রাসায়নিক
দ্রব্যটি আসার কারণে। রাসায়নিক দ্রব্যাদির যথাযথভাবে
সংরক্ষণ না করার কারণে এ ধরনের দুর্ঘটনায় জানমালের প্রচুর
ক্ষতি হয়।আমরা যখন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি তখনাে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ প্রেক্ষিতে তােমার বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রােধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন কর।"
শিখনফল/বিষয়বস্তুঃ রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলি রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব।
নির্দেশনা/সংকেতঃ
- ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণের বর্ণনা।
- রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা।
- ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্যেকে নিরাপদ উপায়ে সাজানাের ধারণা ব্যাখ্যা।
- রাসায়নিক দুর্ঘটনা রােধ করার উপায় বর্ণনা।
- পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের আলােকে প্রতিবেদন লিখা।
Comments
Post a Comment
Do not share any link.