শিক্ষাই জাতির মেরুদণ্ড | Shikkhai Jatir Merudondo | sikkhai jatir merudond

বাংলা ২য় পত্র

ভাব-সম্প্রসারণ

 শিক্ষাই জাতির মেরুদণ্ড | Shikkhai Jatir Merudondo | sikkhai jatir merudond


                   শিক্ষাই জাতির মেরুদণ্ড


মূলভাব : মানবদেহের জন্য যেমন মেরুদণ্ড প্রয়ােজন তেমনি জাতির জন্য প্রয়ােজন শিক্ষা ।


সম্প্রসারিত-ভাব : মানুষের সমুন্নত দেহগঠনের মূলে রয়েছে মেরুদণ্ড। মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলাের মধ্যে মেরুদণ্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । মেরুদণ্ডহীন মানুষের কথা কল্পনাও করা যায় না। মেরুদণ্ডহীন মানুষ নত-নজ এবং চলৎশক্তিহীন; দাঁড়াতে অক্ষম, বসে থাকতে অক্ষম ।


মেরুদণ্ডহীন মানুষের জীবন অর্থহীন এবং গ্লানিতে পরিপূর্ণ । পরের ওপর নির্ভর করে জীবন কাটানাে ছাড়া তাদের আর কোনাে পথ নেই। এভাবে মেরুদণ্ডহীন একজন মানুষকে পরমুখাপেক্ষী হয়ে জীবন অতিবাহিত করতে হয়। দেশ এবং জাতির অগ্রগতিতে মেরুদণ্ডহীন মানুষ কোনােপ্রকার ভূমিকা রাখতে অক্ষম ।


মানুষের দেহকে সােজা সমুন্নত রাখার জন্য প্রয়ােজন যেমন সুদৃঢ় মেরুদণ্ডের তেমনি একটি জাতির মেরুদণ্ডকে সােজা ও সুদৃঢ় রাখার জন্য প্রয়ােজন শিক্ষার । মেরুদণ্ডহীন মানুষ যেমন সােজা হয়ে দাঁড়াতে পারে না-তদ্রুপ শিক্ষাহীন জাতিও উন্নতি লাভ করতে পারে না। 'Education is the backbone of a nation. শিক্ষা যেমন ব্যক্তিজীবনকে আলােকিত এবং উন্নত করে তেমনি জাতিকেও উন্নত এবং সমৃদ্ধ করে ।


শিক্ষাবিমুখ জাতি কুসংস্কার, জড়তা এবং হীনতাযুক্ত হয়ে পদে পদে পঙ্গুত্ব প্রাপ্ত হয় ; তার অগ্রগতি এবং সমৃদ্ধি ব্যাহত হয় । শিক্ষা ছাড়া কোনাে জাতি জ্ঞান-বিজ্ঞানে উন্নতি করতে পারে না। শিক্ষাই একটি জাতির উন্নতির চাবিকাঠি। শিক্ষা জাতীয় উন্নতির সঙ্গে সম্পর্কিত বলে একথা নির্দ্বিধায় বলা যায় যে, শিক্ষাই জাতির মেরুদণ্ড।


মন্তব্য : শিক্ষাবিমুখ জাতি কখনাে উন্নতি ও সমৃদ্ধির মুখ দেখতে পারে না। জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য শিক্ষা অপরিহার্য।


Comments

Popular posts from this blog

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন | jekhane dekhibe chai uraiya dekho tai paileo paite paro omullo roton

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে |sokoler tore sokole amra protteke amra porer tore

কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei