স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | Shadhinota orjoner cheye shadhinota rokkha kora kothin | sadhinota orjoner cheye sadhinota rokkha kora kothin
বাংলা ২য় পত্র
ভাব-সম্প্রসারণ
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন | Shadhinota orjoner cheye shadhinota rokkha kora kothin | sadhinota orjoner cheye sadhinota rokkha kora kothin
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
মূলভাব : স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও কঠিন। তাই স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন ।
সম্প্রসারিত-ভাব : স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ও স্বাধীনতা পরাধীন জাতির এক পরম আরাধ্য বস্তু । পরাধীন জাতি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে । নানাভাবে তার মৌলিক অধিকার লজ্জিত হয়। ফলে স্বাধীন আত্মবিকাশের পথ রুদ্ধ হয়ে পড়ে । তাই স্বাধীনতা হীনতায় কেউ বাঁচতে চায় না। কিন্তু একটি পরাধীন জাতির স্বাধীনতা অর্জন সহজ কোনাে ব্যাপার নয়।
এর জন্য প্রয়ােজন বহু ত্যাগ-তিতিক্ষা, ঐক্যবদ্ধ সংগ্রাম এবং প্রচুর রক্তপাত । দুর্বার আন্দোলন এবং রক্তক্ষয়ী সংগ্রাম ভিন্ন কোনাে জাতিই স্বাধীনতার রক্তলাল সূর্যকে ছিনিয়ে আনতে পারে নি। কাজেই স্বাধীনতা, একটি কঠিন অর্জন। তবে স্বাধীনতা অর্জিত হলেই সব কর্তব্য ও সংগ্রাম শেষ হয়ে যায় না—স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরাে কঠিন।
বিজয়ী জাতির সামনে তখন উপস্থিত হয় স্বাধীনতাকে জাতির জীবনে অর্থবহ করে তােলার কঠিন সংগ্রাম। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন অধিক ত্যাগ-তিতিক্ষার, অধিক ঐক্যবদ্ধ সংগ্রাম ও শক্তির । অবিশ্বাস্য হলেও সত্য যে, স্বাধীনতার শত্রুরা পরাজিত হলেও দেশের ভেতরে আত্মগােপন করে থাকে অনেক দেশদ্রোহী । পরমুখাপেক্ষী স্বার্থবাদী স্বভাবহেতু তারা সর্বদাই তৎপর থাকে স্বাধীনতার সুফলকে নস্যাৎ করতে।
কাজেই প্রতিক্রিয়াশীল বিরুদ্ধ শক্তি যাতে দেশে মাথাচারা দিয়ে ওঠতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সদা সতর্ক থাকা প্রয়ােজন । পাশাপাশি গড়তে হয় যুদ্ধবিধ্বস্ত দেশকে। সকলের জন্য খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি নিশ্চিত করে জনগণের কাছে পৌছে দিতে হবে স্বাধীনতার সুফল । এসব দায়িত্ব পালন মােটেই সহজসাধ্য নয়। এর জন্য প্রয়ােজন দেশপ্রেম, মানবিক মূল্যবােধ, সততা এবং ধৈর্য ।
জনগণ যদি কর্তব্যের প্রতি অবহেলা প্রদর্শন করে তবে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয় এবং জাতীয় স্বাধীনতা বিপদের সম্মুখীন হয় । সুগভীর দেশপ্রেম এবং নাগরিক কর্তব্যবােধ ছাড়া স্বাধীনতা কখনাে অর্থবহ হয় না। তাই বলা হয়—স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
মন্তব্য : স্বাধীনতা রক্ষার সংগ্রাম বহুমুখী এবং জটিল। তাই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অপেক্ষাকৃত কঠিন কাজ।
Comments
Post a Comment
Do not share any link.