প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না | Pran thaklei prani hoy, kintu mon na thakle manush hoy na

বাংলা ২য় পত্র 

ভাব-সমপ্রসারণ



প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

      অথবা, তরুলতা সহজেই তরুলতা, 

      পশুপাখি সহজেই পশুপাখি

       কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ । 


মূলভাব : প্রাণধর্মের বিচারে মানুষ ও প্রাণীর মধ্যে কোনাে পার্থক্য নেই। কিন্তু মনের দিক থেকে প্রাণী ও মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ একাধারে প্রাণ ও মনের অধিকারী । প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। সুন্দর মনের অধিকারী মানুষই প্রকৃত মানুষ ।


সম্প্রসারিত-ভাব : বিশ্বচরাচর প্রাণের স্পন্দনে পরিপূর্ণ । মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের এ শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার মন' নামক বিশেষ সত্তার উপস্থিতি । মন আছে বলেই মানুষ অন্যান্য প্রাণিকুল থেকে আলাদা । তবে মনুষ্যত্বহীন মানুষ আর বন্য প্রাণীর মধ্যে কোনাে পার্থক্য নেই। কেবল প্রাণকে ধারণ করলেই মানুষ মানুষ-নামের যােগ্য হয় না। মানুষকে মানুষ হতে হলে স্নেহ, মমতা, সততা, মানবিকতা প্রভৃতি গুণ অর্জন করতে হয়।


এ সব মহৎ গুণের জন্য অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য সৃষ্টি হয়েছে। মানুষ বিবেক ও বুদ্ধিসম্পন্ন । অন্যান্য প্রাণিকুল কেবল তার জৈবসত্তাকে ধারণ করেছে কিন্তু নিজের মধ্যে কোনাে মহৎগুণাবলির বিকাশ ঘটাতে অক্ষম । মানুষ তার জ্ঞান ও বিবেচনা দ্বারা তার নিজ জীবনের বিচিত্র বিকাশ ঘটাতে সক্ষম । একথা অনস্বীকার্য যে, মানুষের মহৎ গুণাবলির উৎস তার মন আর এ মন থেকে উদ্ভব ঘটেছে মানুষের মহৎ বৈশিষ্ট্যসমূহ ।


তাই মানুষ প্রথমে প্রাণী হলেও মননশীলতার জন্য সে মনুষ্যত্ব অর্জন করেছে। পশুর জীবন প্রণালী কতকগুলাে জৈবিক বা দৈহিক তাড়না দ্বারা পরিচালিত । পক্ষান্তরে মানুষের জীবন-প্রক্রিয়া একটি পরিপূর্ণ সুন্দরের লক্ষ্যে পরিচালিত । মন আছে বলেই মানুষের মনের জগৎ আবেগ-আকাক্ষা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দয়া-মায়া, কামনা-বাসনা প্রভৃতি অনুভূতিতে পরিপূর্ণ । মানুষের মনের বিকাশের ওপরই নির্ভর করে ব্যক্তি, সমাজ ও জাতীয় উন্নতি ।


 মনই মানুষকে সমস্ত প্রাণিকুলের মধ্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। বিশ্বচরাচরে অনেক প্রাণীই রয়েছে আকারে এবং শক্তিতে মানুষের চেয়ে বিশাল ও বলশালী কিন্তু তাদের মধ্যে মননশীলতা নেই বলে তারা ক্ষুদ্র মানুষের নিয়ন্ত্রণাধীন। কোনাে প্রাণী নিজেকে জানেনা কিন্তু মানুষ নিজেকে জানে এবং বােঝে । মন আছে বলেই মানুষের জন্য এই রহস্যভেদ সম্ভব হয়েছে । বস্তুত মনের মাধ্যমেই মানুষ মহৎ গুণাবলি অর্জন করতে পারে।


মানুষ বুদ্ধিসম্পন্ন হওয়া সত্ত্বেও কখনাে কখনাে এমন সব অসৎ ও লােমহর্ষক কাজ করে থাকে যে, যা পশু-প্রবৃত্তিকেও হার মানায় । তাই প্রকৃত মানুষ হতে গেলে মানবিক গুণাবলির সাধনা ও লালন প্রয়ােজন । নচেৎ প্রাণ থাকলেও মন না থাকার কারণে মানুষ হওয়া যাবে না।

মন্তব্য : মহৎ গুণাবলি ভিন্ন মানুষ কখনাে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না । অমানবিক আচরণ মানুষকে পশু করে তােলে। সত্যিকারের মানুষ হতে হলে মানুষকে প্রাণ ও মনের যুগপৎ বৈশিষ্ট্যের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে ।


Comments

Popular posts from this blog

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন | jekhane dekhibe chai uraiya dekho tai paileo paite paro omullo roton

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে |sokoler tore sokole amra protteke amra porer tore

কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei