অল্প বিদ্যা ভয়ঙ্করী | Olpo bidda bhoyonkari | alpo bidda voyonkari ভাব-সম্প্রসারণ
বাংলা ২য় পত্র
ভাব-সম্প্রসারণ
অল্প বিদ্যা ভয়ঙ্করী | Olpo bidda bhoyonkari | alpo bidda voyonkari ভাব-সম্প্রসারণ
অল্প বিদ্যা ভয়ঙ্করী
মূলভাব : স্বল্প শিক্ষিত লােকের আত্মপ্রচার অকল্যাণকর । অর্থাৎ অল্প জানা লােকেরাই জ্ঞানের বড়াই করে থাকে এবং তার পরিণাম হয় ভয়াবহ।
সম্প্রসারিত-ভাব : জীবনে উন্নতির জন্য বিদ্যার্জন অপরিহার্য । বিদ্যা মানুষকে জ্ঞান-বুদ্ধিতে সমৃদ্ধ করে। বিদ্যা অমূল্য সম্পদ। মানব কল্যাণে বিদ্যার দান অপরিসীম । বিদ্যা বা জ্ঞান সভ্যতার অগ্রযাত্রায় অপরিসীম অবদান রেখেছে । বিদ্যা মানুষের জীবনকে সুন্দর ও বিকশিত করে তােলে। বিদ্যা দ্বারা ব্যক্তি, সমাজ ও জাতি উপকৃত হয়। বিদ্বানের মর্যাদা সর্বত্র।
কিন্তু অসম্পূর্ণ বা অল্প বিদ্যা ভয়ঙ্কর। 'A little learning is a dangerous thing.' যারা অল্প শিক্ষিত এবং স্বল্প জ্ঞানের অধিকারী তারা নিজেদের অজ্ঞানতাকে ঢেকে রাখে—তারা যতটা জ্ঞানী নয় তার চেয়ে বেশি প্রচার করে বেড়ায় । প্রকৃত জ্ঞানী কখনােই আত্ম-প্রচারে ব্যস্ত হন না। জল ভরা কলস যেমন শূন্য কলসের মতাে বাজে না, তদ্রুপ বিদ্বান ব্যক্তিরা অল্প শিক্ষিত লােকের মতাে আস্ফালন করেন না। প্রকৃত বিদ্যা সব সময়ই বিনয় দান করে ।
নিউটন একজন জগদ্বিখ্যাত বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও নিজের অর্জিত জ্ঞানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, 'জ্ঞান-সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়াচ্ছি মাত্র।' বিপুল জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও বিদ্যা তাঁকে বিনয়ী করেছে। এটাই হচ্ছে একজন প্রকৃত সুশিক্ষিত লােকের অভিব্যক্তি। পক্ষান্তরে অল্প শিক্ষিত ব্যক্তিরা নিজেদেরকে সবজান্তার ভান করে নানাভাবে সমাজের ক্ষতিসাধন করে। তারা বিদ্যার ভান করে অন্যদেরকে প্রতারণা করে এবং ভুল পথে পরিচালিত করে।
অল্প বিদ্বান লােক সমাজের জন্য সব সময়ই ক্ষতিকারক। একজন হাতুড়ে ডাক্তারও নিজেকে অভিজ্ঞ বলে প্রচার করতে দ্বিধা করে না। এতে অনেক ক্ষেত্রেই রােগীর প্রাণ বিপন্ন হয়। একজন প্রকৃত বিদ্বান লােক সবসময়ই সাধারণভাবে জীবনযাপন করেন । তারা সবসময়ই শিষ্ট ও বিনয়ী । তারা কখনােই বিদ্যা ও জ্ঞানের গর্ব করেন না। কিন্তু অল্প বিদ্বান যারা তারা সবসময়ই নিজেদেরকে বিশাল জ্ঞানের অধিকারী বলে প্রচার করে থাকে। তাদের চালচলন, আচরণ ও কথাবার্তায় কৃত্রিমতা লক্ষ্যযােগ্য। তারা তাদের অর্জনতাকে ঢেকে রাখার জন্য সবসময়ই জ্ঞানী লােকের মতাে আচরণ করে থাকে। অর্থাৎ 'These persons are like empty vessels'.
মন্তব্য : যে-কোনাে বিষয়ে পরিপূর্ণ শিক্ষার্জন প্রয়ােজন । মাঝামাঝি পর্যায়ের কোনাে শিক্ষাই ফলপ্রসূ হয় না। অনেক ক্ষেত্রেই তা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে ।
Comments
Post a Comment
Do not share any link.