দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় | Durniti jatir sokon unnotir ontoray vab somprosaron
বাংলা ২য় পত্র
ভসাব-সম্প্রসারণ
দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় | Durniti jatir sokon unnotir ontoray vab somprosaron
দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়
মূলভাব : দুর্নীতিগ্রস্ত জাতি কখনাে উন্নতি করতে পারে না ।
সম্প্রসারিত-ভাব : দুনীতি একটি অন্যায় ও অনৈতিক ঘৃণ্য কর্ম । দুর্নীতি জাতীয় জীবনের একটি অনভিপ্রেত বিষক্ষত। যেকোনাে জাতির উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে দুর্নীতি মারাত্মক প্রতিবন্ধক স্বরূপ। দেশের কল্যাণ ও মঙ্গল সাধনে প্রতিটি নাগরিককে হতে হবে সত্যনিষ্ঠ ও কর্মোদ্যমী। কোনাে দেশের জনগণ যদি সত্য ও ন্যায়ের পথ পরিহার করে মিথ্যা ও অন্যায়কে আঁকড়ে ধরে দুর্নীতি ও অপকর্মে লিপ্ত হয়, তবে সে জাতির উন্নয়নের পথ রুদ্ধ হয়ে পড়ে । দেশের শিল্প-শিক্ষা-অর্থনীতি দুর্নীতির কারণে যখন বিধ্বস্ত হয়ে পরে তখন গােটা জাতির মানসিকতায় বিরাজ করে হতাশা ও অস্থিরতা।
জাতীয় জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার । পরচর্চা, পরনিন্দা, অনাচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ছিনতাই, খুন, রাহাজানি, লােভ, হিংসা প্রভৃতি অশুভ তৎপরতা দেশব্যাপী এক নারকীয় পরিবেশের সৃষ্টি করে । সর্বত্রই বিরাজ করে এক অশান্ত পরিবেশ। ঔষধে ভেজাল, খাদ্যে ভেজাল, পরীক্ষায় নকল, চাকরিতে উৎকোচ, কালােবাজারি, শিশু পাচার, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ প্রভৃতি অপকর্ম যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তখন সেই দুর্নীতিগ্রস্ত জাতির উন্নতির আশা হতাশার পঙ্কে হাবুডুবু খায়।
জাতি তখন খুঁজতে থাকে পরিত্রাণের পথ । পক্ষান্ত রে দুর্নীতিমুক্ত জাতি আত্মিক উন্নতিসহ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে শির উন্নত করে অবস্থান করে । সত্য এবং ন্যায়পরায়ণতা জাতীয় উন্নতিকে অবিসংবাদিতভাবে ত্বরান্বিত করে। দুর্নীতিমুক্ত জাতি কখনাে, পরমুখাপেক্ষী হয় না। যে জাতির জনগণ সত্য ও ন্যায়ের আদর্শে যত দীক্ষিত, জাতি হিসেবে তারা তত উন্নত । তাই জাতীয় উন্নতিসহ আত্মিক ও মানসিক স্বাস্থ্য বিধানের ক্ষেত্রে প্রত্যেককেই আদর্শভিত্তিক দুর্নীতিমুক্ত জীবন যাপন করা আবশ্যক।
মন্তব্য : দুর্নীতি জাতীয় উন্নতির বিঘ্নস্বরূপ । পৃথিবীতে দুর্নীতিমুক্ত জাতিই উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতিকে সুনিশ্চিত করতে সক্ষম।
জন্ম ও মৃত্যুহার তারতম্যের বিভিন্ন কারণের সাথে মিল রেখে একটি সচিত্র পােস্টার উপস্থাপন করাে। পােস্টারে প্রতিটি চিত্রের পাশে তার কারণ ও প্রভাব সংক্ষেপে লিখতে হবে।
Assignments
Think of the title "Son of the soil” in Lesson 12.
Who is the 'Son of the soil here?W hy is he named so? How does the title match the personality refereed to the lesson?
Justify your answer in 150 words.You could add some pictures of the son and the soil mentioned in the lesson.
Comments
Post a Comment
Do not share any link.