ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড় অথবা, বিত্ত হতে চিত্ত বড় | dhoner manusher opekkha moner manushoi boro | bitto hote chitto boro

বাংলা ২য় পত্র

ভাব-সম্প্রসারণ


ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়  অথবা, বিত্ত হতে চিত্ত বড় | dhoner manusher opekkha moner manushoi boro | bitto hote chitto boro


ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়

অথবা, বিত্ত হতে চিত্ত বড়


মূলভাব : বিত্ত-বৈভব কিংবা ধন-সম্পদের অধিকারী হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রয়ােজন অন্তরের উদারতা ও উন্নত চিত্ত ।


সম্প্রসারিত-ভাব : ধন-সম্পদের আবশ্যকতা ও আকাক্ষা মানবজীবনের এক অনস্বীকার্য বিষয় । জগৎ-সংসারে ঐশ্বর্যশালী বিত্তবান লােকের অভাব নেই । কিন্তু ধন-সম্পদ বা বিত্তের সঙ্গে চিত্তের সংযােগ না থাকলে, সেই বিত্ত সম্পদের কোনাে মূল্য নেই । ধন-সম্পদ বা বিত্তের বৈভবে সম্পদশালী মানুষ সমাজে সাময়িকভাবে সমাদৃত হলেও মানুষের অন্তরকে তারা প্রকৃত অর্থে অধিকার করতে পারে না । মানুষের মনে স্থায়ী আসন পেতে হলে প্রয়ােজন উদারতা, মহানুভবতা ও মানবপ্রেম । পৃথিবীতে এমন লােক খুব কমই আছে বিত্তের অহঙ্কারে যাদের চিত্ত সংকুচিত নয় ! ধন-সম্পদ, বিত্ত-বৈভবের সঙ্গে চিত্তের সুষম সংযােগ স্থাপিত না হলে জীবনের সার্থকতা ম্লান হয়ে পড়ে।


আমাদের সমাজে অনেক ধনবান লােক রয়েছে যারা বিত্ত-গৌরবে অহঙ্কারী । তাদের সঞ্চিত ধন- সম্পদ পরার্থে কখনােই ব্যয় হয় না। প্রভাব-প্রতিপত্তি এবং ঐশ্বর্যের কারণে সম্পদশালী লােক সমাজে সাময়িকভাবে সমাদর লাভ করলেও মৃত্যুর সঙ্গে পৃথিবী থেকে তাদের নাম চিরতরে বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক লােক আছেন যারা ধন-সম্পদ এবং বিত্ত-বৈভবে সমৃদ্ধশালী নন কিন্তু জ্ঞান-গরিমা, সততা-উদারতা, পরহিব্রত প্রভৃতি মহগুণে বিভূষিত। এ ধরনের উন্নতপ্রাণ মহৎ মানুষের কাছে সকলেই শ্রদ্ধা ও ভালােবাসায় অবনত। ঐশ্বর্য নয়—মহত্ত্বের কাছেই মানুষের মাথা আপনিই নত হয়ে আসে । পৃথিবীতে অমরত্বের অধিকারী তারাই যারা হৃদয়-ঐশ্বর্যে ঐশ্বর্যবান মানুষের বাহ্যিক বিত্ত-সম্পদের চেয়ে মানুষের অন্তর-সম্পদের মূল্য অপরিসীম ।


মানুষের অন্তঃকরণ বা মন এমন এক মহামূল্যবান সম্পদ যা পৃথিবীর কোনাে বস্তু-সম্পদের সঙ্গে তুলনীয় হতে পারে না। শ্রেণীবিভক্ত সমাজে কেউ সম্পদশালী, কেউ আবার সম্পদহীন-নিঃস্ব । যারা সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী তারাই কেবল ধন-সম্পদের মাপকাঠিতে মানুষের মূল্যায়ন করে থাকে মানুষের হৃদয়-সম্পদের ঐশ্বর্যকে তারা পরিমাপ করতে অক্ষম। পৃথিবীতে অনেক মনীষী আছেন যারা বিত্ত নয়, চিত্ত দিয়ে মানুষের মনকে জয় করেছেন; মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন, জাতি-ধর্ম-সমাজ যাদের কল্যাণে সংস্কারমুক্ত ও সমৃদ্ধ হয়েছে । তাই কেবল অর্থ-বিত্ত নয় চিত্তই মানুষের বড় সম্পদ । ধনের মানুষের চেয়ে হৃদয়-ঐশ্বর্যে সমৃদ্ধ মানুষই বড় মাপের মানুষ।


মন্তব্য: বিত্ত মানুষের চিত্তের দিগন্তকে সংকুচিত করে ফেলে । ধন-সম্পদ জীবনের আবশ্যক অর্জন হলেও হৃদয়-সম্পদে ঐশ্বর্যবান ব্যক্তিই প্রকৃত মানুষ


Comments

Popular posts from this blog

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন | jekhane dekhibe chai uraiya dekho tai paileo paite paro omullo roton

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে |sokoler tore sokole amra protteke amra porer tore

কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei