চাঁদ কহে, “বিশ্বে আলাে দিয়েছি ছড়ায়ে, কলঙ্ক যা আছে তা আছে মাের গায়ে।' | chad kohe bisse alo diyechi choraye kolonko ja ache ta ache mor gaye

বাংলা ২য় পত্র

ভাব-সম্প্রসারণ


চাঁদ কহে, “বিশ্বে আলাে দিয়েছি ছড়ায়ে,  কলঙ্ক যা আছে তা আছে মাের গায়ে।' chad kohe bisse alo diyechi choraye kolonko ja ache ta ache mor gaye


চাঁদ কহে, “বিশ্বে আলাে দিয়েছি ছড়ায়ে,

কলঙ্ক যা আছে তা আছে মাের গায়ে।'


মূলভাব : উদার-হৃদয়ের অধিকারী মহৎ মানুষ মাত্রেই জগদ্বাসীর কল্যাণে নিজেকে বিলিয়ে দেন । নিন্দা, অপবাদ, মিথ্যা কলঙ্ক কখনােই পরহিব্রতী মহতের গরিমাকে স্নান করতে পারে না ।


সম্প্রসারিত-ভাব : জগতে পরােপকারী আত্মত্যাগী ব্যক্তিলােক নিন্দা ও মন্দ লােকের কটুক্তিকে উপেক্ষা করে পরের কল্যাণে ও উপকারে কাজ করে যান। তাঁদের ব্যক্তিগত জীবনে যদি দুঃখ, দৈন্য, কালিমা, নিন্দা কোনাে কিছু থেকে থাকে তবে তা তারা নিজেরাই একান্তে বহন করেন এবং অন্যদেরকে তার প্রতিকূল প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করেন। জীবনের সর্বপ্রকার জটিলতা ও যন্ত্রণা সহ্য করে মহৎ ব্যক্তি বিশ্বকে আলােকিত করতে নিজেকে নিঃস্বার্থে দান করেন। তারা তাদের জীবনের ব্যর্থতা ও ভুল-ত্রুটির কথা মনে করে বৃহৎ সৃষ্টির অনাবিল আনন্দ থেকে কখনােই নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন না।


বস্তুত মহাজীবনের পথ প্রদর্শক যারা তারা দুঃখ-বেদনাকে সহ্য করেই জগতের সকল মানুষের জন্য বিতরণ করেন আনন্দ ও কল্যাণের অমিয়ধারা । চাদ রাতে কোমল জোছনা ঢেলে পৃথিবীকে আলােকিত করে । শুভ্র জোছনায় দূরীভূত হয় পৃথিবীর অন্ধকার । কিন্তু এই চাঁদও নিষ্কলঙ্ক নয়। তার ললাটেও রয়েছে কলঙ্কের চিহ্ন। মধুময় জোছনা ধারায় পৃথিবী থেকে অন্ধকারকে দূরীভূত করলেও তার যেমন রয়েছে। চিরন্তন কলঙ্করেখা তেমনি পৃথিবীতে অনেক মহৎ মানুষ আছেন যাদের কল্যাণব্রতে মানুষ মুগ্ধ কিন্তু ক্ষেত্রবিশেষে নিরবচ্ছিন্নভাবে তারাও নির্দোষ বা ত্রুটিমুক্ত নন। কারণ তারাও আর দশজন মানুষের মতাে রক্তে মাংসেই গড়া। এ কথা অনস্বীকার্য যে, দোষ-গুণের সমন্বয়েই গড়ে ওঠে মানুষের মানবিক সত্তা।


একজন কর্মচঞ্চল মানুষের মধ্যে ভুল-ভ্রান্তি-ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে কিন্তু তাঁর মানবিক সত্তার মূল প্রেরণা পরহিত ব্রত। একজন মহৎ মানুষ তার ওন, প্রজ্ঞা ও সাধনা দিয়ে পৃথিবীকে আলােকিত করেন। অন্যায়, অসত্য ও নীতিহীনতার বিরুদ্ধে মহৎপ্রাণ ব্যক্তির যে লড়াই তার সুফল সকল শ্রেণীর মানুষই ভােগ করেন। মহৎ ব্যক্তির দ্বারা কখনােই মানুষের মানবিক মর্যাদা বিপর্যস্ত হয় না। তাদের আদর্শের মৌল চেতনা হলাে প্রত্যেক মানুষই মানবিক মর্যাদার অধিকারী । তাই মানবকল্যাণই একজন জ্ঞানী, প্রজ্ঞাবান ও চিন্তাশীল মানুষের আদর্শ মানবিক মূল্যবােধ ও মনের উদারতা দিয়ে। তারা জয় করেন ক্ষুদ্রতা ও সঙ্কীর্ণতাকে ।


মহানবী হযরত মুহম্মদ (সা.), যিশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, চৈতন্যদেব প্রমুখ সত্য-সুন্দর ও মানবতার কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন। কেবল ধর্মবেত্তা মহামানবগণই নন—দেশে দেশে, যুগে যুগে শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিক প্রমুখ মানব কল্যাণে ও সমাজ-সভ্যতার নব নব উত্তরণে অমূল্য অবদান রেখে গেছেন । দুঃখ তাপে, দহনে-যন্ত্রণায় জর্জরিত হয়েও তারা দুঃখজয়ী চেতনায় বলীয়ান হয়ে অন্ধকার নিমগ্ন পৃথিবীতে দান করে গেছেন তিমিরবিনাশী আলাে । কিন্তু পৃথিবীতে এক শ্রেণীর সংকীর্ণপ্রাণ স্বার্থান্ধ মানুষ আছে যারা মহৎ মানুষের অবদানের মূল্যায়ন করে সব সময় তাদের ত্রুটি বিচ্যুতিকে খুঁজে বেড়ায় । কিন্তু মহৎপ্রাণ ব্যক্তি সঙ্কীর্ণচিত্ত নিন্দুকের সমালােচনাকে কখনােই ভ্রুক্ষেপ করেন না। তাঁরা মহৎ আদর্শকে পাথেয় করে পৃথিবীর মঙ্গল ও কল্যাণে কাজ করে যান। কারণ তাঁরা জানেন চাঁদও নিষ্কলঙ্ক নয়।


মন্তব্য : সঙ্কীর্ণচিত্ত মানুষের কাজ হলাে অন্যের উদারতা ও সেবার আদর্শকে কটুক্তি করা । চাঁদের কলঙ্ক নিয়ে মানুষ প্রশ্ন তুললেও চাঁদ তার স্নিগ্ধ আলাে থেকে কাউকে বঞ্চিত করে না। তাই সকল প্রকার অপবাদ ও অপব্যাখ্যাকে দ্রুক্ষেপ না করে নীতি ও আদর্শে অটল থেকে মানবতার কল্যাণে সকলকে আত্মনিয়ােগ করতে হবে ।



তােমার দেখা ছয়টি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম উল্লেখ কর।সে কাজগুলাে কেন অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ তা ব্যাখ্যা কর। এর মধ্যে থেকে যেকোন একটি কাজ উল্লেখ করে কীভাবে সম্পাদিত হয়। তার বিবরণ দাও। তােমার জীবনের উপর উক্ত কাজটি কী ধরনের প্রভাব ফেলে তা উল্লেখ কর। এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলাে বিবেচনায় নিতে হবে-

ক, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম সুনির্দিষ্ট করবে।

খ. অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের ব্যাখ্যা প্রদান করবে।

গ. সম্পাদিত কাজটি উল্লেখপূর্বক নিজের জীবনে প্রভাবিত রূপটি তুলে ধরবে।


Assignment

Read the letter of unit-4, lesson-8,section-A (Pages 38 and 39). Now write a letter to your close friend mentioning

1. What you have learnt from this letter.

2. How morality shop can help your school and community

3. Its usefulness to develop your morality.



assignment class 7, সপ্তম শ্রেণির ইংরেজী এসাইনমেন্ট, class 7 assignment 2021, class 7 assignment, ৭ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান, assignment class 7 biggan, এসাইনমেন্ট class 7 ইংরেজী, assignment class 7 2021, assignment class 7 20th week, class 7 assignment 20th week, 20th week assignment class 7, ২০সপ্তাহের এসাইনমেন্ট, ms easy teaching, class 7 assignment 2021 20th week, assignment, 20 week assignment class 7, class 7 20th week assignment, assignment class 7 english,assignment class 7, class 7 assignment, assignment class 7 20th week, class 7 assignment 2021 20th week, class 7 assignment 20th week, 20th week assignment class 7, class 7 assignment 2021, class 7 english assignment 2021, class 7 english assignment 20th week, ৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০তম সপ্তাহ, class 7 assignment 20 week, class 7 20th week assignment, assignment class 7 20 week, 20th assignment class 7, english assignment class 7, ৭ম শ্রেণির ইংরেজি এসাইনমেন্ট ২০তম সপ্তাহ,assignment class 7, class 7 assignment, assignment class 7 20th week, class 7 assignment 2021 20th week, class 7 assignment 20th week, 20th week assignment class 7, class 7 assignment 2021, class 7 bgs assignment 2021, class 7 bgs assignment 20th week, ৭ম শ্রেণির এসাইনমেন্ট ২০তম সপ্তাহ, class 7 assignment 20 week, class 7 20th week assignment, assignment class 7 20 week, 20th assignment class 7, bgs assignment class 7, ৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্ট ২০তম সপ্তাহ




Comments

Popular posts from this blog

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন | jekhane dekhibe chai uraiya dekho tai paileo paite paro omullo roton

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে |sokoler tore sokole amra protteke amra porer tore

কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei