বিদ্বানের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র |Biddaner doyater kali sohider rokter cheo pobittro

বাংলা ২য় পত্র

ভাব-সম্প্রসারণ 

বিদ্বানের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র |Biddaner doyater kali sohider rokter cheo pobittro

বিদ্বানের দোয়াতের কালি

শহীদের রক্তের চেয়েও পবিত্র 


মূলভাব : বিদ্বানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়ােজন । বিদ্বান ব্যক্তি সর্বত্রই সম্মানের পাত্র ।


সম্প্রসারিত-ভাব : বিদ্যা মানব জীবনের অমূল্য সম্পদ। বিদ্যার্জন ছাড়া মানুষের জীবন কখনােই আলােকিত হয় না। যিনি বিদ্বান তিনি মহৎ । বিদ্যার্জন মানুষকে আদর্শ জীবনগঠনে সহায়তা করে । ধর্মযুদ্ধে কিংবা সত্য ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি আত্মােৎসর্গ করেছেন সেই শহীদের রক্তের চেয়েও বিদ্বান ব্যক্তির দোয়াতের কালি পবিত্র । সুতরাং বিদ্বান এবং পণ্ডিত, সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তি যে কত বড় মর্যাদাশীল—পবিত্র হাদিসে তা আলােকপাত করা হয়েছে। মানুষের সকল প্রকার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটে বিদ্যার্জনের মাধ্যমে ।


বিদ্যা হচ্ছে কতিপয় মানবিক গুণাবলি যথা : সাহস, শক্তি, উদ্যম, অনুভূতিশীলতা, বুদ্ধিমত্তা ইত্যাদির বিকাশ সাধন । বিদ্যার্জনের মাধ্যমে মানুষ সুন্দর, বিশ্বস্ত এবং পবিত্র জীবনােপলব্ধি লাভ করে। বিদ্যার মাধ্যমে মানুষ জগৎ ও জীবন সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করে। বিদ্যা এবং জীবন পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিভা বিকাশে এবং নৈতিক চরিত্র গঠনে বিদ্যার গুরুত্ব অপরিসীম। জগৎ, জীবন, পারিপার্শ্বিকতা সম্পর্কে যিনি জ্ঞান অর্জন করেন তিনিই বিদ্বান । বিদ্বান ব্যক্তি মানুৰ্ষের মধ্যে সামাজিক চেতনার উন্মেষ ঘটান। মানুষকে সৎ, সুন্দর ও আলােকিত পথের সন্ধান দেন ।


বিদ্যা কেবল মানুষের জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটায় নাবিদ্যা মানুষকে বিনয়ী ও নম্র করে। বাস্তব জীবনে বিদ্যা মানুষকে আদর্শবান করে গড়ে তােলে । বিদ্বান ব্যক্তির মর্যাদা সম্পর্কে বলা হয়েছে—বিদ্বান ও জ্ঞানী ব্যক্তি নবীদের উত্তরাধিকারী।' তাই প্রত্যেকেরই বিদ্যার্জন করা প্রয়ােজন। হাদিসে বর্ণিত আছে-‘সারারাত প্রার্থনা করা অপেক্ষা এক ঘণ্টা বিদ্যার্জন করা শ্রেয়। জ্ঞান অন্বেষণের জন্য প্রয়ােজন হলে চীন দেশেও যাও।' বিদ্যা ব্যক্তি তথা জাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি । তাই প্রত্যেকেরই বিদ্যার্জন করা প্রয়ােজন এবং প্রত্যেকেরই- বিদ্বানের মর্যাদা দান করা উচিত।


মন্তব্য: মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় আসীন। তার শ্রেষ্ঠত্বের প্রকাশ ঘটে জ্ঞান-গরিমা ও নৈতিকতায় । নিজেকে সৎ ও সুন্দরভাবে গড়ে তােলার জন্য বিদ্যার্জন প্রয়ােজন। বিদ্যা মানুষকে মহৎ ও আদর্শবান করে ।


Comments

Popular posts from this blog

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন | jekhane dekhibe chai uraiya dekho tai paileo paite paro omullo roton

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে |sokoler tore sokole amra protteke amra porer tore

কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei