আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য | Attosokti orjonoi shikkhar uddesso | atto sokti orjonoi sikkhar oddesso
বাংলা ২য় পত্র
ভাব-সম্প্রসারণ
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য | Attosokti orjonoi shikkhar uddesso | atto sokti orjonoi sikkhar oddesso
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
মূলভাব : শিক্ষাই মানুষের উন্নতির প্রধানতম সহায়ক । আত্মশক্তি অর্জনের ক্ষেত্রে শিক্ষার কোনাে বিকল্প নেই।
সম্প্রসারিত-ভাব : শিক্ষা জ্ঞানার্জনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া । শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে তাকে বহুবিধ বিষয়ে যােগ্যতা সম্পন্ন করে গড়ে তােলে। শিক্ষা মানুষের নৈতিক চরিত্রকে উন্নত করে। আত্মশক্তি ও দৃঢ় মনােবল অর্জনই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। সংস্কারমুক্ত আত্মসচেতন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে শিক্ষা গ্রহণ অপরিহার্য।
শিক্ষার্জনের মাধ্যমেই একজন মানুষ পারিপার্শ্বিক প্রতিকূলতাকে অতিক্রম করে উন্নতির শিখরে পৌছতে পারে । শিক্ষার মাধ্যমে একজন মানুষ যে জ্ঞান অর্জন করে সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে আত্মনির্ভরশীল হতে পারে । শিক্ষা মানবিক গুণাবলিকে যেমন বিকশিত করে এবং সুকুমার বৃত্তিগুলােকে যেমন পরিস্ফুট করে তেমনি তা মানুষের আত্মােপলব্ধিকেও জাগ্রত করে । জীবনে উন্নতির জন্য আত্মশক্তির ভূমিকা অপরিসীম । যার মধ্যে আত্মশক্তির অভাব সে কখনােই আত্মনির্ভরশীল হতে পারে না।
একজন আত্মনির্ভরশীল মানুষকে কখনােই পরমুখাপেক্ষী হতে হয় না । আত্মনির্ভরশীল একজন মানুষ সব সময়ই নিজের ওপর আস্থাশীল। শিক্ষার মাধ্যমে একজন মানুষ তার আত্মার অন্ধকারকে দূরীভূত করে সংস্কারমুক্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম । শিক্ষার আলােকপ্রাপ্ত ব্যক্তির কর্ম ও দৃষ্টি বহুদূর বিস্তৃত ও প্রসারিত। 'শিক্ষা কেবল মানুষের মনােবিকাশের পথকেই উন্মুক্ত করে না—মহৎ ও বৃহৎ জীবন যাপনের জন্য শিক্ষা মানুষকে সর্বপ্রকার সামর্থ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
অর্থাৎ শিক্ষা জীবন ও জীবিকার ক্ষেত্রে তাকে সামর্থ্য ও দক্ষতা অর্জনে সার্বিক সহায়তা করে। শিক্ষা অজানাকে জানার বিষয়ে মানুষকে আগ্রহী করে তােলে; জ্ঞান-বিজ্ঞানের নানা দিগন্তের সঙ্গে মানুষের পরিচয় ঘটায়। শিক্ষা মানুষকে নৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবােধে উজ্জীবিত করে যােগ্য নাগরিক হিসেবে গড়ে তােলে। মানুষ যখন শিক্ষার দ্বারা উল্লিখিত গুণাবলিতে অভিষিক্ত হয় তখন সে অর্জন করে মহৎ এক আত্মশক্তি । প্রতিটি ধর্মেই শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।
মহানবী হযরত মুহম্মদ (সা.) শিক্ষার্জনের জন্য সুদূর চীন পর্যন্ত গমনের কথা বলেছেন। পৃথিবীতে যারা স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন, তারা প্রত্যেকেই ছিলেন আত্মনির্ভরশীল সুদৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ও প্রাতিষ্ঠানিক শিক্ষা হােক আর অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হােক তাঁরা প্রত্যেকেই অর্জন করেছিলেন মহৎ আত্মশক্তি । প্রকৃত শিক্ষা ছাড়া একজন মানুষ কখনােই আত্মনির্ভরশীল হতে পারে না । শিক্ষাই মানুষের মধ্যে আত্মশক্তির উদ্বোধন ঘটায়। আত্মবিশ্বাস ছাড়া কখনােই আত্মপ্রতিষ্ঠা বা জাতীয় প্রতিষ্ঠা সম্ভব নয় ।
জগতে যেসব জাতি উন্নতির শীর্ষে আরােহণ করেছে তারা শিক্ষার মাধ্যমে বলিষ্ঠ আত্মশক্তি অর্জন করেছে। আত্মশক্তি জীবনের নানা সমস্যা মােকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। জ্ঞানার্জন, যথােপযুক্ত মনােভঙ্গি সৃষ্টি, নৈতিক উৎকর্ষ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার সামাজিক, কোনাে বিকল্প নেই।
মন্তব্য : মানুষের সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন এবং আত্মশক্তি অর্জন শিক্ষার অন্যতম উদ্দেশ্য । শিক্ষালব্ধ জ্ঞানের দ্বারা আত্মােন্নয়নের পাশাপাশি জনসমাজের কল্যাণে ও আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
Comments
Post a Comment
Do not share any link.