Class 9 Finance Assignment 9th Week | ৯ম শ্রেণির ফিন্যান্স এসাইনমেন্ট ৯ম সপ্তাহ

 Class 9 Finance Assignment 9th Week | ৯ম শ্রেণির ফিন্যান্স এসাইনমেন্ট ৯ম সপ্তাহ 




সমাধানঃ

তারিখঃ ২৮ জুন ২০২১

বরাবর,

প্রধান শিক্ষক

জীবন আইডিয়াল স্কুল

ঢাকা -1207

বিষয়ঃ “অর্থায়নের ধরন, মূলনীতি অনুসরন এবং সমস্যা সমাধান সম্পর্কিত প্রতিবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং উ.বা.দ্বি.উ.বি.৫৬৫-১ তারিখ ২৭/৬/২০২১

অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম।


ভূমিকাঃ অর্থায়ন অর্থনীতির একটি শাখা যার কাজ হলাে সম্পদ সহ তহবিল ব্যবস্থাপনা, বন্টন তহবিল
বিনিয়োগ। সহজভাবে বলা যায় অর্থায়ন স্বৰ্থ ৰ আর্থিক বাজার সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে।
অর্থায়ন মূলধন তহবিল সংগ্রহ ও এই ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি পরিমাণ মূলধন প্রয়ােজন, সবচেয়ে কম ব্যয়ের উৎস চিহ্নিত করণ ও সেই উৎস থেকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে তা নির্ধারণ এবং কোন কোন প্রকল্পে কি পরিমাণ তহফিল বিনিয়োগ করলে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জন ও সম্পদ সর্বাধিকক্ষণ সম্ভবপর হবে, সে সকল বিষয়ের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কর্মপ্রচেষ্টা কে অর্থায়ন বলা হয়। আর এজন্যই অর্ধাঁয়লক্ষে ব্যবসায় প্রতিষ্ঠানের চালিকা শক্তি বা জীবনী শক্তি বলা হয়ে থাকে।

একটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য প্রস্তুত ও ক্র করার জন্য অর্থের প্রয়ােজন হয়। যেমনঃ ঝাঁচামাল ক্র, মন্ত্রপাতি স্ত্র
মেশিন ক্রয়, কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ও মজুরি প্রদান ইত্যাদি। বিনিয়ােগের ধরণ অনুযায়ী তহবিলের প্রয়ােজন হয়। সে অনুধায়ী তহবিল সগ্রহ করতে হয়, যাতে করে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকে। সুতরাং, অর্থায়ন বলতে কম ব্যয়ের ট্রস হতে তহবিল সহ এবং এর ব্যবহার সংক্রান্তু কার্যাবলীৰুে বুঝল্প।

অর্থায়নের শ্রেণি বিভাগঃ
অর্থীনের প্রোণি বিশ অর্থায়নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণিবিভাগ করা যায়। কাৰণ অর্থায়ন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায় প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় কাজকর্শে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ী ও অব্যবসায়ী সকল প্রতিষ্ঠানের জন্য অত্যন্তু গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানেই অর্ধারন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার সাথে জড়িত।
প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী অর্থায়ন বিন্নি কম হয়ে থাকে। এঙ্খানে অর্থায়নের শ্রেণিবিপি দেখানাে হলােঃ
(ক) পারিবারিক অর্থায়ন
(খ) সরকারি অর্থায়ন
(গ) অব্যবসায়ি প্রতিষ্ঠানের অর্থায়ন
(ঘ) ব্যবসায় অর্থায়ন
(৬) আর্জিাতিক অর্থায়ন।

প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের অর্থায়ন গন্ত অর্থায়ন ব্যবস্থাপনার কতিপয় গুরুত্বপূর্ণ নীতিমালা
বুয়েছে। মূল লক্ষ্য অর্জনের জন্য আর্থিক ব্যবস্থাপনায় নীতিমালা এবং কৌশল সম্পর্কে সার্বিক গ্রাম লাক্ত ও
যথাযথ প্রয়োগ অত্যপ্ত গুরুত্বপূর্ণ। অর্থায়ন ব্যবস্থাপনা বলতে ব্যবসায়ের অন্য প্রয়ােজন অনুযায়ী মূলধন সংগ্রহ, সেই সংগৃহীত তহবিল বা মূলধন স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিনিয়োগ নিশ্চিত করণ ও তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনা বুঝায়।

অর্ধাঙ্গ ব্যবস্থাপনা, বিনিয়ােগ সিদ্ধান্তু গ্রহণ এবং তহবিল বন্টন সংক্রান্ত সিদ্ধান্তু গ্রহণের জন্য একজন আর্থিক ব্যবস্থাপককে অর্থায়নের নীতিমালা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করতে এয়।

অর্থায়নের নীতিসমূহ হলােঃ
(ক) বুকি মুনাফা নীতি
(খ) তারল্য ও মুনাফানীতি
(গ) উপধুতার নীতি
(ঘ) পাের্ট ফোলিও বৈচিত্রায়ণ ও ঝুঁকিৰণ্টন নীতি।
নিম্ন অর্থায়নের কতিপয় গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে সংক্ষেপে আলােচনা করা হলােঃ

(ক) বুকি-মুনা নীতিঃ ঝুঁকি ও আয়ের মধ্যে বিপরিত সম্পর্ক বিদ্যমান। বিনিয়ােগের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক বুকি ও আয়ের মধ্যে সমম্বয় সাধনপূর্বক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বিনিয়ােগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে কি বলা হয়। ঝুঁকির কারণেই বিভিন্ন ক্ষেত্রে আশানুরুপ মুনাফা অর্জন করা সম্ভব হয় না এবং বিনিয়োেগ জজ্ঞি সম্মুখীন হয়। বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ অর্থ যদি ব্যয়ের জেয়ে বেশি হয় তাকে মুনাফা
বলে। ঝুঁকি মুনাফা নীতি অনুসারে বিনিয়ােগ যত বেশি ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার ততাে বেশি হবে। কারণ একজন বিনিয়ােগকারী যখন অধিক ঝুঁকি গ্রহণ করে তখন সে অধিক মুনাফা প্রত্যাশা করে। আর্থিক ব্যবস্থাপকের ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে ব্যবসাম্নের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায়।

(খ) ভাল্য ও মুনাফানীতিঃ আর্থিক ব্যবস্থাপকগণ তরিল্যতা ও মুনাফা অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। তারল্যতা ও মুনাফা অর্জন ক্ষমতার মৰ্থে বিপরীত সম্পর্ক বিদ্যমান। উভয়ের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপকগণ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সফলতা অর্জনের চেষ্ট করে থাকে। তারল্য ও মুনাফা নীতি
বলতে বুঝায় ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে। আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই নীতিটি অনুসরণ করে থাকে। এটি একটি সমন্বিত নীতি যা কি না তারল্যের নীতি ও মুনাফার নীতির মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন করে।

(গ) উপযুক্ততার নীষ্টিঃ স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে ব্যথার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়ােজন পড়ে, সেটিই চলতি মূলধন যেমনঃ কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন জয়, কারবারের দালানকোঠা নির্মাণ ইত্যাদি হলাে স্থায়ী মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর প্রাপ্যও কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদি উৎস
হতে সংগ্রহ করা ভালাে। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়ােগ ব্যাংক, ডিবেঞ্চারহােল্ডার, এই ধরনের উৎসগুলাে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। পক্ষাস্তরে বিক্রয়লথ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। 

(ঘ) পাের্টি ফোলিও বৈচিত্রায়ণ ও মুকিবল লীতিঃ একজন বিনিয়োগকারী তার সমস্ত অর্থ একটি সম্পদে বিনিয়ােগ না করে একাধিক সম্পদে বিনিয়ােগ করার মাধ্যমে খুঁকি হ্রাস করার প্রচেষ্টাকে পাের্টফলিও বৈচিত্রায়নের নীতি বলা হয়। অর্থায়নে একটি বহুল প্রচলিত মতবাদ হচ্ছে 'Do not put your all eggs in one busket. সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ নীতির ভূমিকা অপরিসীম। বৈচিত্রায়নের নীতিকে একজন ব্যবসায়ী, উৎপাদনকারী এবং বিনিয়ােগকারীর
দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে। তহবিল বিনিয়ােগের ক্ষেত্রে ব্যবসায়ী পণ্য বা সেবা যতদুর সম্ভব
বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসায়ের ঝুঁকি বন্টিত হয় ও তা হ্রাস পায়। 

প্রশ্নোক্ত কোম্পানিগুলাের অর্থায়নের ক্ষেত্রে কোন কোন নীতির ব্যত্যয় ঘটেছে তার বর্ণনাঃ
x লিমিটেড এর ক্ষেত্রে অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতির ব্যত্যয় ঘটেছে। উক্ত কোম্পানি মুনাফা অর্জনের জন্য তার অধিকাংশ অর্থ বিনিয়ােগ করেছে। ফলে প্রতিষ্ঠান মুনাফা বেশি অর্জিত হয়েছে কিন্তু নগদ অর্থ অর্থাৎ তারল্যের অভাবে সে তার পাওনাদারদের
অর্থ যথাযথভাবে এবং যথাসময়ে মেটাতে পারে নি। ফলে ব্যবসায় এর সুনাম ক্ষুন্ন হয় এবং ব্যবসায়টি ঝুঁকির মধ্যে পতিত হয়। বাংলানিউজএক্সপ্রেস
Y লিমিটেড এর ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি এর ব্যত্যয় ঘটেছে। অর্থাৎ উক্ত কোম্পানি যথাযথ উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেনি। ফলে তার অর্থায়ন খরচ অর্থাৎ মূলধন খরচ মুনাফার তুলনায় বেশি হয়ে গিয়েছে। কোন ব্যবসায় বা কোম্পানি মুনাফার
তুলনায় মূলধন খরচ বেশি হলে ওই ব্যবসায়টি ঝুঁকির মধ্যে পতিত হবে।2. লিমিটেড এর ক্ষেত্রে আমি মনে করি ব্যবসায় এর পণ্যবৈচিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতির
ব্যত্যয় ঘটেছে। কারণ উক্ত কোম্পানিটি অন্যান্য বছর ভালাে মুনাফা অর্জন করতে পারলেও কোভিড ১৯ পরিস্থিতিতে ব্যবসায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

 ওই কোম্পানি যদি তার স্বাভাবিক পণ্যের পাশাপাশি কোভিড ১৯ মােকাবেলার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের পরিছন্নতা মূলক পণ্য রাখত তাহলে ব্যবসায়টিকে ঝুঁকির মুখে পরতাে না।
উপরক্তসক্ষমা সমাধানে আর্থিক ব্যবস্থাপকে অন্য যথাযথ সুপারিশঃ আমি মনে করি x লিমিটেড এর আর্থিক ব্যবস্থাপক ভাল্য ও মুনাফা নীতি অনুসরণ না করার ফলে সমস্যায় পতিত হয়েছে। তিনি যদি সকল অর্থ বিনিয়ােগ না করে কিছু অংশ পাওনাদারদের দায়
পরিশোধের জন্য রাখেন তাহলে যথাসময়ে পাওনাদারদের দাবি পরিশােধ করা সম্ভব হবে
এবং ব্যবসাযটি তার সমস্যা মােকাবেলা করতে পারবেলানিউজপ্রেস, Y লিমিটেড এর আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের যথাযথ উৎস বাছাই করতে না পারার কারণে তার মূলধন খরচ মুনাফার তুলনায় বেশি হওয়ায় তিনি সমস্যায় পতিত হয়েছেন। তিনি যদি
স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ থেকে রক্ষা পাবে। এক্ষেত্রে ব্যবস্থাপককে যথাযথ পদ্ধতিতে মূলধন খরচ নির্ণয় কতে নিতে হবে।

z লিমিটেড এর ব্যবস্থাপক ব্যবসায় যথাযথ অন্য বৈচিত্রায়ন করতে না পারার কারণে সমস্যায় পতিত হয়েছেন। এক্ষেত্রে আমি মনে করি তার ব্যবসায় এ একাধিক পণ্য এবং সময় উপযােগী পণ্য রাখতে হবে যাতে যেকোনাে সময় যেকোনাে পরিস্থিতিতে ব্যবসায় এর বিক্রয় কমে না যায়। এজন্য তাকে কোভিড ১৯ মােকাবেলার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের পরিছন্নতা মূলক পণ্য রাখতে হবে।

উপসংহারঃ উপরে উল্লিখিত আলােচনার ভিত্তিতে বলা যায় যে অর্থায়নের সফলতার পেছনে অর্থায়নের মূলনীতি সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি অর্থায়নের ওই সব নীতির যথাযথ প্রযােগ না ঘটে তবে ব্যবসায়টি সফলতার মুখ দেখে না। তাই ম্যানেজারকে
অর্থায়ন সংক্রান্ত নীতিমালা যথাযথ ভাবে অনুসরণ পূর্বক ব্যবসায় সফলতা জন্য সর্বোচ্চ
প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

প্রতিবেদকের নাম ও ঠিকানা
‘ক’
নবম শ্রেণি, বিভাগঃ ব্যবসায় শিক্ষা
জীবন 
রােল: ০১
জীবন আইডিয়াল স্কুল
ঢাকা -1207
প্রতিবেদন তৈরির তারিখঃ ২৮/০৭/২০২১
প্রতিবেদন তৈরির সময়ঃ রাত ০৮.২০ মিনিট




Comments

Popular posts from this blog

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন | jekhane dekhibe chai uraiya dekho tai paileo paite paro omullo roton

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে |sokoler tore sokole amra protteke amra porer tore

কীর্তিমানের মৃত্যু নেই | kirtimaner mrittu nei | kirti maner mrittu nei