হিসাব তথ্য ব্যবহারকারী | হিসাব তথ্যের আভ্যন্তরীন ব্যবহারকারী | The Users of Accounting Information | হিসাব তথ্যের বাহ্যিক পক্ষ বা ব্যবহারকারী
হিসাব তথ্য ব্যবহারকারী | হিসাব তথ্যের আভ্যন্তরীন ব্যবহারকারী | হিসাব তথ্যের বাহ্যিক পক্ষ বা ব্যবহারকারী ★ হিসাব তথ্য কি? অথবা- হিসাব তথ্য কাকে বলে? হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান কাজ হল আর্থিক তথ্যকে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পক্ষের নিকট সঠিক ও অর্থপূর্ণ। ভাবে উপস্থাপন করা প্রতিষ্ঠানের প্রত্যহ সংঘঠিত আর্থিক লেনদেনকে হিসাবে লিপিবদ্ধ করা, ফলাফল নিরূপণ করা, প্রতিবেদন প্রস্তুত করা এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ করে প্রকৃত তথ্য বিভিন্ন পক্ষ অথবা ব্যবহারকারীর নিকট পৌছানাের কাজকে হিসাব তথ্য বলে। প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ অথবা পরােক্ষভাবে জড়িত বিভিন্ন পক্ষ হিসাববিজ্ঞান তথ্য ব্যবহার করে থাকে। এ ব্যবহারকারী পক্ষকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথাঃ (ক) হিসাব তথ্যের আভ্যন্তরীন পক্ষ বা ব্যবহারকারী। (খ) হিসাব তথ্যের বাহ্যিক পক্ষ বা ব্যবহারকারী। (ক) হিসাব তথ্যের অভ্যন্তরীণ পক্ষ বা ব্যবহারকারী। ১. মালিক পক্ষ ২. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৩. অভ্যন্তরীণ নিরীক্ষক (খ) হিসাব তথ্যের বাহ্যিক পক্ষ বা ব্যবহারকারী। ১. মালিক পক্ষ ২. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৩. অভ্যন্তরী...