Posts

Showing posts from August, 2021

২০২১ তৃষ্ণার জল যখন আশার অতীত হয় মরীচিকা তখন সহজেই ভােলায় । 2021 trisar jol jokhon ashar otit hoy morichika tokhon sohojei bholay

ভাব-সমপ্রাসারণ বাংলা ২য় পত্র   তৃষ্ণার জল যখন আশার অতীত হয় মরীচিকা তখন সহজেই ভােলায় । মূলভাব : কাক্ষিত বস্তুর অপ্রাপ্তিতে মানুষ দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং এই বিভ্রান্তি তার জীবনে ধ্বংস পর্যন্ত ডেকে আনতে পারে। সম্প্রসারিত-ভাব : মানুষ তৃষ্ণায় জলের প্রত্যাশা করে। তৃষ্ণা যতই তীব্র হতে থাকে তার জলের কামনাও ততই তীব্র হতে থাকে । এক পর্যায়ে তৃষ্ণার্ত মানুষের অন্তরাত্মা শুকিয়ে যায়। উদ্ভ্রান্তের মতাে তখন সে ছুটতে থাকে পানির সন্ধানে। তৃষ্ণার্তের সামনে পানির প্রাপ্তি যখন অসম্ভব হয়ে দাঁড়ায় তখন সে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে । পানিরূপী যে কোনাে কিছুর দিকেই সে পাগলের মতাে ছুটতে থাকে। একবিন্দু জলের আশায় সে সবটুকু শক্তি নিঃশেষ করে দিতে পারে। মরুচারী তৃষ্ণার্ত মানুষ প্রায়শই মরীচিকার মােহমায়ায় পড়ে নিজেদের জীবনকে বিপন্ন করে তােলে । দিকচিহ্নহীন মরুভূমিতে চলতে চলতে মানুষ তৃষ্ণার্ত অবস্থার শিকার হলে চারদিকে জলের উৎস খুঁজতে থাকে। কিন্তু মরুভূমির উষর প্রান্তরে জলের উৎস সুলভ নয়। এক পর্যায়ে তার সামনে থেকে জলপ্রাপ্তির আশা হারিয়ে যায়। তার মাথা ঘুরে আসে, চোখের সামনে দৃষ্টি বিভ্রমে...